উৎসর্গঃ
শ্রদ্ধেয় কবি অনিরুদ্ধ বুলবুল ভাইকে
বাড়ি ভাটি বাংলায়
যেথায় জনতা দৌড়ায় দৌড়ের নাও
বাড়ি ভাটি বাংলায়
যেথায় দূর থেকেই চিনি প্রিয় গাঁও।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় হামেশাই বসে মিলন মেলা
বাড়ি ভাটি বাংলায়
যেথায় চড়ে মানুষ কদলীর ভেলা।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় অন্তে বাঁশের সাঁকো চড়ে লোকে
বাড়ি ভাটি বাংলায়
যেথায় মানুষ পাশে ; মানুষের শোকে।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় আছে এযাবৎ ভ্রাতৃত্ববোধ
বাড়ি ভাটি বাংলায়
যেথায় সুপ্ত সব সম্প্রদায়ের ক্রোধ।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় হিজল-কড়চ গাছের সারি
বাড়ি ভাটি বাংলায়
যেথায় আছে নলখাগড়া বন দাঁড়ি।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় আছে শিংড়া-শাপলা-শালুক
বাড়ি ভাটি বাংলায়
যেথায় ঘুরলে থাকেনা মনের ভুখ।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় উড়ে বক, মাছরাঙা,গাংচিল
বাড়ি ভাটি বাংলায়
যেথায় দেশি-অতিথি পাখি হয় মিল।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় জেলেরা ডেকে দেয় তাজা মাছ
বাড়ি ভাটি বাংলায়
যেথায় বনে বনে পাখিরা করে নাচ।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় থৈ থৈ জলে জ্যোৎস্না মেলে ডালা
বাড়ি ভাটি বাংলায়
যেথায় প্রেমে রৌদ্র ঊর্মিমালা উতলা।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় বিস্তীর্ণ মাঠে ফলে বোর ধান
বাড়ি ভাটি বাংলায়
যেথায় নাকে লাগে সদাই তাজা ঘ্রাণ।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় রাধারমণ, করিম, হাছন
বাড়ি ভাটি বাংলায়
যেথায় মনে ছন্দে গানে উঠে নাচন।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় বর্ষায় ভুঁই জলে দেয় ডুব
বাড়ি ভাটি বাংলায়
যেথায় জলে বুক পেতে ছুটছে যুব।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় আকাশ-জলরাশি মিশামিশি
বাড়ি ভাটি বাংলায়
যেথায় প্রকৃতি করে ফুর্তি দিবানিশি।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় হেমন্তে মাঠ চারাগাছে ঠাসা
বাড়ি ভাটি বাংলায়
যেথায় বনে বনে বাঁধে পাখিরা বাসা।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় প্রাণ প্রেয়সী ফিরে ফিরে চায়
বাড়ি ভাটি বাংলায়
যেথায় নায়রী যায় পাল তোলা নায়।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় মুক্ত হাওয়া মনে দোলা খায়
বাড়ি ভাটি বাংলায়
যেথায় পর্যটক মন হারিয়ে যায়।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় লোক ঐ অঞ্চলেই সুখী ঢের
বাড়ি ভাটি বাংলায়
যেথায় আসিব ফিরে জন্মান্তরে ফের।
বাড়ি ভাটি বাংলায়
আমরা গাইবই ভাটি বাংলার গান
বাড়ি ভাটি বাংলায়
ভাটি বাংলা করে মোদের অনেক দান।
বাড়ি ভাটি বাংলায়
সেথায় আমরা পরিচয় দেই গর্বে
বাড়ি ভাটি বাংলায়
সেথায় যেন মোরা আছি মায়ের গর্ভে।
বাড়ি ভাটি বাংলায়
যেথায় মা ডাকছেন খোকা তুই আয়
বাড়ি ভূ-স্বর্গ ভাটি বাংলায়
যেথায় পেতে রেখেছেন আঁচল মায়।