আমাদের প্রতিবেশী আলমাছ
রোপন করে কিছু টাকার গাছ!
টাকার গাছে শুধু ধরবে টাকা
ঘুরবে আলমাছের ভাগ্য চাকা!
আলমাছের কাণ্ড দেখে জনতা
কতো রঙে বলছে কতো অকথা।
কেউ বলছে “রে আলমাছ হাঁদা
তুই হলি এক মস্ত বড় গাধা!
গাছে টাকা ধরে নি তো কক্ষণও
ধরবে তা নেই তার লক্ষণও!”
আলমাছ কয়, “করছি সবুর
অপেক্ষা করে দেখি লীলা প্রভুর!”
পরে গাছগুলো হয় ফলবতী
তা দেখে আলমাছ চঞ্চল অতি।
গাছের সেবায় নাই তার ঘুম
উল্লাসে গাছে গাছে দেয় সে চুম।
এই দেখে লোকে বলে সে উন্মাদ
ধরে তারে রশি দিয়ে গাছে বাঁধ!
গাছে ধরে যখন আম কাঁঠাল
তবুও আলমাছ ছাড়েনি হাল।
অন্য গাছে ধরেছে সুস্বাদু লিচু
এগুলো খেল আর বেচল কিছু।
গাছ লাগিয়ে তার হয়নি ক্ষতি
গাছের ফল বেচেই লাখপতি!