এই জগত সংসারে নারী
নও আর জরতী বা অবলা,
হাতে নাও তুলে হাতিয়ার
বিজয়িনী হয়ে বাজাও তবলা!
নিজকে ছোট ভেবে কেঁদে কেঁদে
ভাসিও না চোখের জলে বুক,
তোমরাও হচ্ছো আজ যুদ্ধে জয়ি
বিস্ময়ে দেখছে বিশ্বলোক!
আজকের দিনে তোমরা
বীরাঙ্গনা হয়ে করছো বিশ্ব জয়,
তোমাদের স্বীয় আলোতে আজ
আলোকিত হচ্ছে জগতময়।
নারী বলে কেন হয়ে থাকবে
শুধু শুধু ঘরকোণো লাজুক,
মুক্ত চিন্তনে তোমাদের চিত্তে
নারী জাগরণী গান বাজুক।
তোমরাই আজকের রোকেয়া,
মাদার তেরেসা, কবি সুফিয়া,
তোমরাই আজ কত্রী, নেত্রী
কারো মাতা, কারো বন্ধু, কারো প্রিয়া।