ঢোঁড়া-সর্প দেখায় বিষের দর্প
মাছির হাতে অস্ত্রোপচারের কাঁচি
কেদারায় বসে বেঙ নাচায় ঠেং
এসি ঘরে বসে হাঁচি দেয় খাসি!
পিপীলিকার নাতি চড়ায় হাতি
বাঘের উপর শিয়াল করেছে রাগ
তরূ খেতে চায় না আর মিঃ গরু
বাগে লুকায় না সিংহ দেখে ছাগ!
উট করে সাত রাজার ধন লুঠ
টিয়ে করে শকুন রাজার মেয়ে বিয়ে
জুতা জামা দান করে তোতা
কাজের ঝিকে ইয়ে দেয় মিঞে!
নীল গগনে উড়ে না চিল
কাক থাকে আকাশে করে থাক
কষে ছক গোমাংস খাবে বক
অকারণে কাকার কাটছে নাক!
সাগু, সুজির পায়েস খায় ঘুঘু
মশারা বানায় বিলাসবহুল বাসা
চড়া খায় রোজ বিকেলে বড়া
কাঁসার পাত্রে রেখে সস, শশা!
টুনটুনি যায় কাকের গান শুনি
বঙ্গ মোদের লাল রঙে রাঙে
ফড়িং করে না তিড়িং তিড়িং
ভৃঙ্গ বসে না আর ফুলের শৃঙ্গে!
ঘোড়া হল পশুদের খুড়া
গাধা পড়ে দুর্নীতির দায়ে বাঁধা
মোষ করে পৈশাচিক দোষ
এসব দেখে হাঁদার চোখে লাগে ধাঁধা!