হে নবীন দল আর করিসনে তোরা ভয়
আঁধার রাত্রি কেটে এক্ষুণি হবে সূর্যোদয়।
আর ঘুমোসনে রে নবীন তোরা জেগে উঠ
কল্যাণের পথে বেঁধে জোট, এক হয়ে ছুট।
সাফল্য তোদের হাতছানি দিয়ে দিচ্ছে ডাক
সফলতার স্নিগ্ধ আলো গায়ে মাখ রে মাখ।
হে নবীন তোরা রক্ষা করিস জাতির মান
তোরা যুদ্ধ জয়ী তোদের হাতে জিত নিশান।
তোরা দুরন্ত, তোরা দুষ্প্রয়াসী, তোরা দুর্বার
তোদের ক্ষমতা আছে ডানা মেলে উড়বার।
তোরা অন্যায্যের কাছে করিস নে মাথা নত
সদা সৎ কাজে সৎ চিন্তায় থাকিস ব্রত।
তোরা জাতির সার, চলিস দিয়ে হুংকার
তোরা ভেদাভেদ ভুলে তুলিস ঐক্য ঝঙ্কার।
জয় করছিস তোরা জগত, মহাজগত
স্বদেশী পতাকা উড়ছে ঐ, করে পতপত।
তোরা মানিস না কোন গোঁড়ামি, কুসংস্কার
তোরা অভিযাত্রী সাঁতরিয়ে হস সিন্ধু পার।
ঘূর্ণিঝড়, দুর্যোগ, বন্যায় তোরা স্বেচ্ছাসেবী
আসছিস এগিয়ে হয়ে মতন দেব, দেবী।
তোদের কাছ থেকে পাই ভালবাসা, মমতা
তোদের পেয়ে ভুলে যাই হারানো সব ব্যথা।
তোদের কণ্ঠে শুনি যখন দেশপ্রেম গীতি
হৃদয়ে হৃদয়ে জাগ্রত হয় ঘুমন্ত প্রীতি।
হে নবীন দল আর করিসনে তোরা ভয়
নিশ্চয়ই আজ তোদের জয় হবেই জয়।
আর ঘুমোসনে রে নবীন তোরা জেগে উঠ
কল্যাণের পথে বেঁধে জোট, এক হয়ে ছুট।