আছে একটি ভাঙ্গা আয়না
তাতে ঠিক মতো মুখটি দেখা যায়না!
বয়েস তো হয়নি কম
যখন খুশি এসে নিয়ে যাবে যম।

অতঃপর
মজা করে খাবে ডোরাকাটা হায়না!