কবিতা কবির মরদ হৃদয়ে বিলায় দরদ
কবিতার নেই কোন চাওয়া পাওয়া
জ্বালায় অন্তরে প্রদীপ সৃষ্টি করে নেহ বদ্বীপ
কবিতার নেই কোন নাওয়া খাওয়া।
কবিতা কখনো কোমল সহজ সরল বিমল
আদরে ধরে হত অসহায়ের গলে
কখনো কঠিন অবাধ্য সম্পূরণ করে অসাধ্য
ধূর্ত অশুভকে ফেলে মারে পদতলে।
কবিতা জাগে দিন রাত্র বিশ্রামহীন চির ছাত্র
অকথিত বিভাব বাসনা লিখে ছন্দে
কভু কবিতারা বিদ্রোহী দমন করে দুষ্ট দ্রোহী
বিজয় নিশান উড়িয়ে নাচে আনন্দে।
কবিতা শিশু মুখে হাসি শোক দুখকে দেয় ভাসি
পাঠে যুদ্ধের মাঠে যোদ্ধারা পায় প্রাণ
মনে মনে চৈতন্য জাগে সুগন্ধি ফুল বাগে বাগে।
কবি জীবন মানব থরে করে দান।