ঈদ এল ঈদ ছুটি পেল নিদ
আনন্দে ভরে উঠে সবার হৃৎ!
পরে জামা ছোট ছোট মামা
ঈদের খুশি আর যায় না থামা!
মামা চলে দোলে হাসে প্রাণ খোলে
অতীত দুঃখ যায় সব ভুলে।
মা'র তৈরি পিঠে খেতে বেশ মিঠে
পিঠে দেখে দেখে তৃপ্তি যায় মিটে।
দলে দলে ঈদগাহে্ ছুটে চলে
বন্ধুর হাত রেখে বন্ধুর গলে।
করে গলাগলি করে কোলাকুলি
শুনায় ঐকতান ; শান্তির বুলি।
বাসায় আসে ইষ্টি মা দেন মিষ্টি
পালন করেন মা বাঙ্গালী কৃষ্টি।
মা'র ঠোঁটে হাসি ফুটে রাশি রাশি
কুটুম মনে আনন্দ যায় ভাসি।
ঈদ মোবারক ঈদ মোবারক
বিলিয়ে দিলাম খুশির আরক
ঈদ মোবারক ঈদ মোবারক
ঈদ হয়ে থাক প্রীতির স্মারক!