চড়ুই পাখি পণ করেছে কিনবেই হাতি আজ
চড়ুই পাখির যেমন কথা তেমনি তার কাজ।
পাহাড় জঙ্গল ঘুরে চড়ুই কিনল এক হাতি
বনের মাঝে এই খবরটা পৌঁছল রাতারাতি!
পোষ্য-হাতি সদাই শুনে চড়ুই পাখির কথা
চড়ুই ডাকলে পোষ্য-হাতি নেয়নি মনে ব্যথা।
নাতিপুতি নিয়ে চড়ুই নিত্য বসে হাতির পিঠে
মনের সুখে চড়ে বেড়ায় দারুণ লাগে মিঠে।
চড়ুই নিত্য চড়ে হাতি, দেখছে পশুদের জাতি
সামান্যই বাড়ছে না হয় চড়ুই পাখির খ্যাতি!
তা দেখেই ঈর্ষা করে বনের প্রৌঢ় সিংহ রাজা
শিয়াল বলে মশাই চড়ুইকে দিতে হবে সাজা।
বাঘ বলে, মশাই ধৃষ্টতা নিবেন না, বলি আমি
আপনার চেয়ে চড়ুই পাখি কেমনে হয় দামি?
সিংহ বলে দিলাম রায় তোমারা যেহেতু চাও
চড়ুই পাখিদের ধরে ধরে ভাঙ্গো ওদের পাও।
হাতি চুপটি করে শুনে আর ভাবে মনে মনে
সিংহ কেন করছে এমন চড়ুইদের সনে?
মনের জ্বালায় হাতি চলে গেল আদি আবাসনে
পোষ্য-হাতির শোকে চড়ুই কাঁদছে ক্ষণে ক্ষণে।