দুঃস্বপ্নে জীবনকে তুমি
দেখেছ বলে এতো ছোট
মোটেও নয় বাস্তবে
ভোরের পাখি ডাকছে জেগে উঠো।
ভোরে ঘুমিয়ে এখনো
দুঃস্বপ্ন দেখছে অনেক প্রাণ
তুমি জাগো ; নাও রাতে ফুটেছে
যে ফুল তার ঘ্রাণ।
আজকেই করো তুমি
আগামী দিনের কাজ সব
প্রার্থনা করো
সুখস্বপ্নও দেখাবেন মহান রব।