ঐ বৃষ্টি এলো
বৃষ্টি এলো অঝোরে
বৃষ্টি দেখে
দৌড়লেন দাদু সজোরে!
বাদলা দিনে
কাদায় ভরপুর উঠোন
পাতার তলে ঘুমোয়
ভোমরা ছোটন।
কাদার মাঝে
পিছলে পড়লেন দাদু
হাঃ হাঃ হাঃ হি হি হি
হেসে উঠে হাঁদু!
বলে হাঁদু আকাশটা
কে করলো রে ফুটা?
নইলে বৃষ্টি পড়বে কেন
ফোঁটা ফোঁটা!