হে নূরনবী মোহাম্মদ
তুমি আলো জ্বালিয়েছ জাহেলী যুগে
মত্ত ছিল যখন আরব বাসীরা ভোগে।
তুমি লাভ করেছ নবুয়াত
আমরা তোমারই উম্মত।
হে নূরনবী মোহাম্মদ
তুমি ন্যায়ের জন্য করে গেছ যুদ্ধ
হওনি কখনো যতসামান্য বিক্ষুব্ধ।
তোমার ছিল সৎ হিম্মত
তুমি রাসূল, তুমি আহমদ।
হে নূরনবী মোহাম্মদ
তুমি হলে আল্লাহ্ র প্রেরিত রাসূল
আর আমরা হলাম তোমারই কুল।
ইসলামের বিধানে একমত
অনুস্মরণ করি তোমারই পথ।
হে নূরনবী মোহাম্মদ
তুমি শত্রুপক্ষকে করেছ আপন
চেয়েছ শুধু শান্তি-শৃঙ্খলা, চাওনি ধন।
দিয়েছ ইসলামের দাওয়াত
বলেছ মুসলমান একই জাত।
হে নূরনবী মোহাম্মদ
তুমি ইসলামের দূত, সৎ বিচারপতি
তুমি উপকার বিনে করনি কারো ক্ষতি।
তুমি আল্লাহ্ র দান কুদরত
তুমিই হলে প্রিয় নবী হজরত।