খোদা তুমি রহমান, তুমি সর্বত্রই বহমান
তুমি অন্তর্যামী, তুমি সারা জগতের স্বামী
তুমি করুণাময়, তোমার নেই কোন ক্ষয়
তোমার চেয়ে বিশ্বলোকে নেই কিছু দামী।
তুমি গোটা জীবের কুঠরে, ফুল হয়ে ফুটরে
তুমি শক্তিধর, তোমার কাছে নই কেউ পর
তোমার কোমলহৃদয়, সকল ব্যথাই সয়
তুমিই আল্লাহ্, তুমিই খোদা, তুমিই ঈশ্বর।
তুমি সৃষ্টি করেছ ভুবন, সৃষ্টি করেছ জন
মানব জিন, সবাইকে করেছ তুমি স্বাধীন
তোমার মহিমা, নেই কোন তার চতু:সীমা
তুমি সর্বহিত কাজ করে যাও রাতদিন।
তুমি দিয়েছ সুপেয় জল, সুস্বাদু ফল
তুমি দিয়েছ হরেক মত্স্য, হরেক শস্য
তুমি লতাপাতায় ফলে দিয়েছ ঔষধিগুণ
তোমার কুদরতে ভরে আছে সারাবিশ্ব।
থাকি তোমার ইবাদতে, চলি তোমার মদতে
তোমার লীলা, তোমার খেলা, বুঝা মুশকিল
তুমি ক্ষণে চালাও ঝড়, ক্ষণে করো নিথর
কোথাও ঘনান্ধকার, কোথাও করে ঝিলমিল।
খোদা তুমি মহা স্থপতি, তোমার হাতেই গতি
তুমি তোমার কসরতে গড়েছ মহা মিনার
খুঁটিহীন, বালি-সিমেন্ট-ইস্পাত বিহীন
মিনারের একটি কণারও পাইনা যে কিনার!