সতীত্বে ভেজাল, পতিত্বে ভেজাল
কনকে ভেজাল, গণকে ভেজাল
পোষণে ভেজাল, ভূষণে ভেজাল।
অর্থ ভেজাল, শর্ত ভেজাল
বধূ ভেজাল, মধু ভেজাল
বেয়াই ভেজাল, দাওয়াই ভেজাল।
মেলায় ভেজাল, ভেলায় ভেজাল
পাল্লায় ভেজাল, মাল্লায় ভেজাল
প্রণয়ে ভেজাল, বিণয়ে ভেজাল।
হাসিতে ভেজাল, কাশিতে ভেজাল
রঙে ভেজাল, ঢঙে ভেজাল
মিষ্টিতে ভেজাল, সৃষ্টিতে ভেজাল।
কান্নায় ভেজাল, রান্নায় ভেজাল
গুণে ভেজাল, চুনে ভেজাল
আশায় ভেজাল, ভাষায় ভেজাল।
চলনে ভেজাল, বলনে ভেজাল
লজ্জায় ভেজাল, সজ্জায় ভেজাল
বন্ধনে ভেজাল, চন্দনে ভেজাল।
কর্মে ভেজাল, চর্মে ভেজাল
রক্তে ভেজাল, ভক্তে ভেজাল
ভজনে ভেজাল, ভোজনে ভেজাল।
তালে ভেজাল, চালে ভেজাল
যন্ত্রে ভেজাল, মন্ত্রে ভেজাল
নীতিতে ভেজাল, গীতিতে ভেজাল।
কাজি ভেজাল, মাঝি ভেজাল
কাঁচায় ভেজাল, পাকায় ভেজাল
ইচ্ছায় ভেজাল, কিচ্ছায় ভেজাল।
দলিলে ভেজাল, সলিলে ভেজাল
শিক্ষায় ভেজাল, দীক্ষায় ভেজাল
জালে ভেজাল, ভেজালেও ভেজাল।