পশুপাখির চড়ুইভাতি
আনন্দে মাতামাতি।
হাঁড়ি পাতিল কড়াই
আনল তিনশ চড়াই।
উটপাখি আনল চাল
বাজপাখি ভাঙ্গল ডাল।
বকেরা ধরছে মাছ
ময়ূর করছে নাচ।
বুলবুলি আর টিয়ে
এসেছে মাদল নিয়ে।
সাদা রঙের ফতুয়া
পরে এল কাকাতুয়া।
টুনটুনি আর বাবুই
উড়ছে ওরা সারা ভুঁই।
এসে কালো ফিঙে
বসলো মোষের শিঙে।
বরই দোয়েলের গালে
দোলছে কড়ই ডালে।
শালিক ও কবুতর
রইল না কারো পর।
পানকৌড়ি গাঙচিল
ছেড়ে এসেছে বিল-ঝিল।
প্যাঁকপ্যাঁক করছে হাঁসে
বানর ঝুলছে বাঁশে।
ডাহুক দিচ্ছে ডাক
ছুটে আসছে কাক।
এসব দেখে ময়না
খাঁচায় মন রয়না।
রসুন জিরে আদা
বাটছে তিন গাধা।
হরিণ আর খরগোশ
কাটছে দানবের গোশ!
রান্না বসিয়েছে ঘোড়া
লবন লেগেছে থোড়া।
বাঘ সিংহ শেয়াল
রাখছে সবই খেয়াল।
বনের বিশাল হাতি
নিয়ে এল নাতিপুতি।
সেজেছে মাছরাঙা
তোতার মনও চাঙ্গা।
ভোজন হল শেষ
কাটছে না তবু রেশ।
সবাই চিবুচ্ছে পান
কোকিল গাইছে গান।
মোরগ ইঁদুর বিড়াল
রইল না আজ আড়াল।
কাঠবিড়ালী কাঠঠোকরা
গল্প করছে ডেকে গোখরা।