রাজ্যে ঢোল পিটিয়ে বলছে ডেকে ঢোলী-
“শুনেন মশাই খবরটা নয় শুধুই মুখের বুলি!
আজব দেশের গজব রাজার যা ছিল স্বর্ণ
দিনেদিনে হয়ে গেছে সবই তা নীল বর্ণ!”
খবরটা দ্রুত আসে গজব রাজার কানে
রাজা ভাবেন আমি জানিনা! রাজ্য তা জানে?
খেপে রাজা সভায় ডাকেন গণক, ওঝা
“স্বর্ণ কেন নীল বর্ণ, কারণটা চাই খোঁজা।”
ওঝা বলেন “কালনাগিনীর আছে তাতে বিষ
সব নামিয়ে দিব যদি এক লক্ষ কড়ি দিস।”
গণক বলেন “আমাকে ভাবতে একটু দাও
আমি যদি না পাই সমাধান, করিও যা চাও।”
এযাবৎ উজির, নাজির রইলেন বসে চুপ
রাজা মশাই তা দেখে, ধরলেন ভয়ংকর রুপ!
সেনাপতি,- “হুজুর শুনুন বলছি ঘটনা খোলি-
স্বর্ণ নীল বর্ণ, অসত্য খবরটা রটেছে ঢোলী।”