হে নজরুল তুমি জন্মেছিলে এই দিনে
পৃথিবী নিয়েছিল তোমায় চিনে।
জন্ম থেকে মৃত্য পর্যন্ত করেছ জীবন যুদ্ধ
কখনো হওনি পরাজিত, হওনি তুমি স্তব্ধ!
বাজিয়েছ প্রেমের বাঁশি
ফুটিয়েছ সকল জাতির মুখে হাসি।
তুমি করেছ সকলকে এক সারিতে দাঁড়
অন্ধ জনকে করেছ হাত ধরে পথ পার।
তুমি চারদিকে ছড়িয়েছ জ্ঞানের আলো
দূর করেছ কুসংস্কার ও মনের যতো কালো।
তুমি হলে বিশ্ব নাগর
তোমার অন্তরে প্রেমের মহা সাগর।
তুমি জল ঢেলেছ তীব্র ডামাডোলে
সাম্যের গান গেয়েছ বাবরি দোলে।
তুমি রচিয়াছ গল্প, গান, কবিতা যা
চিরদিন মানুষের হৃদয়ে থাকবে তা।
তুমি বিদ্রোহী বীর
ছুড়েছ অন্যায়, অনিয়মের গায়ে তীর।
তোমার "বিদ্রোহী" কবিতা পাঠে
কাব্যনুরাগীর হৃদয়ে দ্রোহের ঝড় ছুটে!
তোমার ডাকে ঘুম ভেঙ্গেছে যুবকের
বিজয় নর্ম বৃষ্টিতে ভিজেছে লোমশ বুকের।
শুনি যখন তোমার প্রেমের গান
অন্তরে বয়ে যায় শান্তির বান।
শুনি তোমার গজল
দু'চোখ ছলছল, সজল।
তোমার যে মৃত্যু নেই; আছ অন্তরে অন্তরে
যত্নে রেখেছি তোমাকে হৃদয়ের থরে থরে।
আজ তোমার,
জন্মদিনে তোমাকে বিনম্র চিত্তে স্মরি
অন্তরে ভাসাই তোমার কবিতার তরী।