স্কুল ছুটি
মায়ের হাত ধরে
হেঁটে চলে শিশু সন্তান।
মায়ের স্বপ্নও এগিয়ে চলে।
মা জানতেন না
স্বপ্ন খাদক
মুখ হাঁ করে বসে আছে
তাঁর সন্তানের জন্য!
আকস্মিকভাবে
মায়ের হাত থেকে
ছিনতাই হয় রোমানুর;
মায়ের সর্বশক্তিতেও
রক্ষা পায় না শিশু!
স্বপ্ন খাদক মায়ের স্বপ্নের
প্রাণটুকু নিয়েই
দেহটা শুধু ফিরিয়ে দেয়!