খুজলি চুলকায়
বিজলি চমকায়।
বোকা ধোঁকা খায়
ভুখা থোকা খায়।
দুষ্টে উসকায়
নষ্টে মচকায়।
শাসক ধমকায়
মশক থমকায়।
ঠগ পটকায়
মগ হঠকায়।
বাতাসে দমকায়
মাথা সে দোল খায়।
মন্দে গুঁতা খায়
দ্বন্দ্বে জাঁতা খায়।
চিতু চড় খায়
ভীতু ভড়কায়।
জলে নাকায়
বলে পাকায়।
গরমে হাওয়া খায়
খড়মে ধাওয়া খায়।
ভৃত্য ঝাড়ি খায়
চিত্ত বাড়ি খায়।
ঘুষখোর ঘুষ খায়
মহাচোর ফোসকায়।