অবিরত ছুটছে মানুষ, ছুটছে বিমানটা
ছুটছে গাড়ি, ছুটছে ট্রেন, দিচ্ছে লোকে টা টা।।
রাতদিন ছুটছে সবাই, নেশায় মগ্ন হয়ে
কারো হুঁশ নেই; যাচ্ছে যে, জুতোর তলা ক্ষয়ে।।
ছুটছে নৌকো, ছুটছে জাহাজ, দিচ্ছে সমুদ্র পাড়ি
খুঁজছে সবে কোথায় আছে, লুকানো সোনার কড়ি।।
ছুটছে মহাকাশচারী, খুঁজছে গ্রহ মোটে
যাচ্ছে যান, এই গ্রহ থেকে ঐ গ্রহতে ছুটে।।
ছুটছে ধনী-গরিব, সবাই পেটের টানে
ছুটছে পশু, ছুটছে পাখি, বাঁচতে চায় প্রাণে।।
ছুটছে জ্ঞানী, ছুটছে গুণী, চান যে ঐশ্বর্য বেশি
তাঁরাও তো কম চান না, যাঁরা আছেন মুনি-ঋষি!!
ছুটছে যার যার কক্ষপথে, সবার হাত বাঁধা
ঘোরানো-প্যাঁচানো যা দেখছ, সবই তো ভাই ধাঁধা!!
ছুটছে ঝড়-তুফান, আসছে দু'শ মাইল বেগে
সবাই এখন বাঁচতে চায় যে, ধন সম্পদ ত্যাগে।।