আজ মহান মে দিবস
কানে শ্রমিকের হাতুড়ি পেটার শব্দ আসছে
এই শব্দ যেন শ্রমিকের কান্না রোল!
চিৎকার করে বলছে-
আমরা আর ১১ হাজার ভোল্ডের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে
না ফেরার দেশে গমন করতে চাই না
তোমাদের রাজমিস্ত্রি ছাদ থেকে পড়ে পঙ্গুত্ব বরণ করতে চাই না
আর ব্যানার-ফেস্টুনে মিছিলে আটকে থাকতে চাইনা
সভা সমাবেশে নেতা হয়ে চিৎকারে গলা ফাটাতে চাইনা
রিক্সারপ্যাডেল ঘুরিয়ে চপেটাঘাত খেতে চাই না
টকশোতে টক-ঝাল-মিষ্টি ফাঁকা বুলি আওড়ানো শুনতে চাই না।
আমাদের ঘামের মূল্য সূর্য ডুবার আগেই দিয়ে দাও
আমাদের অধিকার আদায়ের মসৃণ প্রবেশদ্বার কোনদিকে দেখিয়ে দাও
কল-কারখানা নামক বন্দীশালা হতে আমাদের মুক্তি দাও;
আমরা মোটা চালের ভাত খেয়েই বাঁচতে চাই।