এলো রে নতুন বর-কনে
বন্ধু-পরিজন তার সনে।
বর এনেছে মিষ্টির হাঁড়ি
খুশিতে দাদির গড়াগড়ি।
শালীরা দিচ্ছে দুলাকে রঙ
শালারা সব করছে ঢঙ।
শ্বশুর মশাই গেছে হাটে
শাশুড়ি-আম্মা মসলা বাঁটে।
কনের মাথায় রাঙা ক্লিপ
কপোলে পরেছে লাল টিপ।
বাড়িতে আনন্দে হইচই
কনের মুখে ফুটছে খই!