মাগো তুমি ভাবছো কেন ; গেছি তোমায় ভুলে?
তোমার কথা মনে হলে- বুকে আগুন জ্বলে।
তুমি ভেবনা তোমার খোকা আছে মহা সুখে
তোমার সেই স্মৃতিগুলো আজো ধরে আছি বুকে।
মাগো তোমার বুকের এক ফোঁটা দুধের ঋণ
টাকায় শোধ করতে পারব না কোনদিন।
গরমে তোমার হাত দু'টি থাকে নি ফাঁকা
গায়ে বাতাস করে ঘুম পাড়াতে নেড়ে পাখা।
রোদের মাঝে হাঁটতে খোকাকে বুকে রেখে
খোকার মাথাটা শাড়ির আঁচল দিয়ে ঢেকে।
কতোকিছু তুমি না খেয়ে খাইয়েছো খোকা কে
শুধু ভালো মন্দটুকু যাচাই করেছ চেকে।
সন্ধ্যা হলে যতক্ষণ না খোকা ফিরতো ঘরে
মা তোমার অন্তর কাঁপত যে ভয়ে থরথরে।
তুমি শুনাতে কতো মজার গল্প, কবিতা
আজো মনে হলে উল্টে পড়ি স্মৃতির পাতা।
ওগো জননী তুমি হলে সারা জগতের রাণী
মাগো তুমিই হলে খোকা-খুকীর নয়নমণি।
তোমার জীবন করেছো খোকার জন্য দান
তাই মাগো আমার হৃদয়ে আছো অম্লান।