খোকা তুই মায়ের বুকে
আসবি কবে বল?
তোর কথা ভেবে ভেবে
ঝরে চোখের জল।
তুই তো এখন হয়েছিস
অনেক বড়লোক;
তা জেনে মায়ের মনে
হয় যে কতো সুখ!
তোর পাঠানো টাকাগুলো
রেখেছি জমা করে,
কাঠের ছোট্ট আলমারির
খোপে থরে থরে।
টাকাগুলোর মাঝে পাই যে
তোর গায়ের গন্ধ;
টাকাগুলো খরচ করতে
পাইনা কোন ছন্দ।
তোর পুরোনো ছবি রেখেছি
যত্নে করে তুলে,
মাঝে মাঝে ছবিগুলো
দেখি অ্যালবামটা খুলে।
খোকা তুই মায়ের বুকে
আসবি কবে বল?
তোর কথা ভেবে ভেবে
ঝরে চোখের জল।
তুই এলে খাওয়াব রেঁধে
বিন্নি চালের ভাত,
তাজা তাজা কৈ মাছ
ভেজে ভরে দিব পাত।
আরো খাবি গাছ পাকা
কাঁঠালের মিঠে রোয়া,
খেতে দিব খেজুর গুড়ে
তিল-চিড়ার মোয়া।
খাবি গাছের পাকা পাকা
রসালো মিষ্টি আম,
মায়ে বাটি ভরে ঘুঁটে দিব
কালো কালো জাম।
বইয়ামে ভরে রেখেছি ঘি
পুরোপুরি খাঁটি,
হরেক রকম ভর্তায়
ভাত খাবি বিছিয়ে পাটি।