মেজাজ যখন ফুরফুরে
খায় চানাচুর কুড়মুড়ে
মধু ভাই হাসে বসে দূরে।
ভূমিকম্পে কাঁপে থরথর
মধু ভাই ভয়ে গরগর
চোখের জল ঝরঝর।
বৃষ্টি পড়ে রিমঝিম
ফ্লাডলাইট টিমটিম
মাথা ধরে ঝিমঝিম।
খাট করে মটমট
মন করে ছটফট
আঠালে চটচট।
ভিজে গা ছপছপ
জ্বলে বাতি দপদপ
ব্যাঙ করে থপথপ।
মেলা চলে গমগম
খায় মালাই চমচম
চালায় সুখে টমটম।
ঘোড়া চলে ঠকঠক
জামা করে চকচক
বাচাল করে বকবক।
নতুন টাকা কচকচ
বাদাম ভাজা মচমচ
মজা করে খা হচপচ।
দ্রুত বেগে চল্ চল্
বাবু হাসে খলখল
মার আঁখি ছলছল।
ছেলে-মেয়ে হইহই
জল করে থইথই
মায়ে বারণ পইপই।
ফচকে দৌড়ঝাঁপ
বোকা থাকে চুপচাপ
কোপ মারে ঝোপঝাপ।
পটু কাজে ঝটপট
কথা বলে পটপট
রেগে দাঁত খটমট।
কঁচি বাঁশ লিক্ লিক্
বালি করে চিকচিক
হাসে খুকি ফিক্ ফিক্।
বুকে ব্যথা চিনচিন
বাড়ে তা দিনদিন
কথা বলে পিনপিন।
মেজাজ টা খিটখিট
জ্বলে আলো মিটমিট
চোখের পাতা পিটপিট।