পহেলা বৈশাখে, মনে বয় খুশির জোয়ার
১৪২৩ সাল; খুলেছে নতুন স্বপ্নের দুয়ার।
এসো যাই, বিগত বছরের সব দুঃখ ভুলে
আনন্দের গান গাই, নতুন আশায় দোলে।
নব দিনে গায়ে মাখি, সবে নব সূর্যালোক
বছর জুড়ে গায়ে, ঝিলমিল করে জ্বলোক।
মানুষ রুপী সর্প তুলে আছে তাদের ফণা
মা-বোন-ভাইয়েরা করোনা বেহায়াপনা।
দেখাইও না আধুনিকতার নামে রূঢ়তা,
মেনে চলো যার ধর্মীয় অনুশাসন, প্রথা।
যদি চলো তোমরা হয়ে সবাই সুশৃঙ্খল
তোমরাই হবে নায়ক-নায়িকা, নয় খল।