নিঝুম চাঁদিনী রাত; চোখে ঘুম নেই
রাস্তায় হাঁটার ইচ্ছে
দূরে দাঁড়ানো;
টহলরত বেরসিক পুলিশের গাড়ি।
ঘোরানো-প্যাঁচানো গলিপথে ঢুকে
কৌতুহলী আগন্তুক এদিকওদিক ছুটে চলে,
খোঁজে পায় না গন্তব্যস্থান।
দেওয়াল গলিয়ে বেরিয়ে আসে রহস্যের ঘ্রাণ!
আমোদপ্রমোদে ব্যস্ত করিডোরের বাসিন্দা
ঘুলঘুলি দিয়ে উঁকি দেয় মায়ামূর্তি
বেওয়ারিশ কুকুর চোখ বড় করে তাকায়
ঠুনঠুন ঠনননননন শব্দ কানে আসে।
আগন্তুক ফিরে যেতে চায়;
কিন্তু দিকভ্রষ্ট
ইন্দ্রজালে আটকা পড়ে !
আগন্তুক দেখে;
আকাশে পূর্ণিমার চাঁদ হাসছে,
এই হাসিটাই শুধু অনেক দিনের চেনা।
যাই হোক; বোধশক্তি ঠিকঠাক রেখে
চাঁদের হাসিমুখ দেখেই রাত কাটাতে হবে।