বাজারে চলছে অফারের ছড়াছড়ি
খরিদ্দার করছে,তা নিয়ে কাড়াকাড়ি।
কোথায় কি কি, চলছে অফার
সবই জানা আছে, বড় আপার।
সেলফোনে কথা বলে ভাগনা
অফার ছিল, টকটাইম মাগনা।
অফার আছে, স্মার্টফোন বাজারে
মিলে টাকায়- দুই, তিন হাজারে।
অফার আছে, আনলিমিটেড ডাটায়
মাস শেষে কপালে মারি- ঝাঁটায়!
মেলায় চলে জুয়েলারীতে অফার
স্বর্ণালংকারের সাথে পাই, কপার।
সুপার শপের, সেলস্ গার্ল বিউটি
অফারে করে; পার্টটাইম ডিউটি।
কসমেটিক, জামা, জুতো, শাড়ী
সবকিছুতেই অফার দেয়,- পসারী।
অফার আছে সবরকম শিক্ষায়
কেউ পায়, কেউ করে হায়হায়!
আরো আছে কতো রকম অফার
টুথপেস্টে স্কেল, দৈর্ঘ্য-প্রস্থ মাপার।