৭১এর
২৬শে মার্চ
দেশপ্রেমিক বীর্যবান,
গেয়ে উঠে
একসুরে সবাই
মুক্তির
গান,
ঠেলে
চলে
সবাই
ঝড়
তুফান।
ছুটে চলে
সম্মুখপান,
কেটে
আনে
অনাচারী
পাকির
মুণ্ড
খান!
বীর মুক্তিবাহিনী
শক্ত করে
ধরে লাঠি,
রক্ষা করে
মায়ের মর্যাদা
ও দেশ মাটি।
উৎসর্গঃ-
বীর মুক্তিযোদ্ধা কবি মোঃ সানাউল্লাহ্ ভাইকে।
(৭১এর ২৬শে মার্চ
দেশপ্রেমিক বীর্যবান,
গেয়ে উঠে একসুরে সবাই মুক্তির গান,
ঠেলে চলে সবাই ঝড় তুফান।
ছুটে চলে সম্মুখপান,
কেটে আনে অনাচারী পাকির মুণ্ড খান!
বীর মুক্তিবাহিনী
শক্ত করে ধরে লাঠি,
রক্ষা করে মায়ের মর্যাদা
ও দেশ মাটি।)।