আমাদের হাবলু
মনে মনে ভাবলো!
মিটাতে তার চিরদিনের শখটা
কেমন করে যায় করা, কিছু একটা?
(১)
নিরসনে; শহরের মহা যানজট
বানানো যায় অদ্ভুত এক যন্ত্র,
চালাতে হবে দিয়ে মন্ত্র!
এ নিয়ে করা যায় থট্ ।
(২)
ধর্ষক ও চোর গেছে বেড়ে
চলছে বেগে লেজ নেড়ে।
আটকে না আঠালে, কমে না ঝাঁটালে
দমন করা যাবে রশিটা কতোটুকু আঁটালে?
(৩)
ফলমূল শাকসবজি মাছ-মাংসে ফরমালিন
খাচ্ছে সবাই ধনী-দরিদ্র কুলি-কুলীন!
হাবলু ভাবলো; করতে হবে এসবেরও চিহ্নহীন।