(১)
ও নানী তোমার বগলে কেন পোঁটলা
নানাকে ছেড়ে কোথায় তুমি ছুটলা?
ছুটলাম হুম;
দেখি কোথায় থাকে ঘুম।
(২)
লোকে বলে আমার মুখে নেই রস্
থাকবে কী করে?
ভাত খাইনা তিনদিন;
এখন আমি দেউলিয়া,
পাইনা আর ঋণ।
বার্গার কিনতে পারি না,
পাব কী করে ফ্রী সস!
(৩)
মশাই,
এই লোকটা "বড়" অপরাধ করেছে,
ওকে বকুন!
কি বকবো আপনিই বলুন?
বকুন, দাঁড়কাক অথবা শকুন!
(৪)
হাসছিস কেন খুকি?
হাসছি কি আর সাধে!
দাদী আজ গেছিলো চাঁদে!
- চাঁদে?
আরে চাঁদে না, গেছিলো ১২তলার ছাদে!