আজকাল রোমান্টিকতা
গেছি একেবারেই ভুলে,
         ডালের কেজি দেড়শ টাকা
         চোখে দেখি ঘোলে।

নিত্যপ্রয়োজনীয় বস্তুর
আকাশ ছোঁয়া দাম,
          তিনদিন ধরে ফ্রীজ খালি
          গিন্নী করে ডানবাম।

মাছ-মাংসের বাজারের
কাছেই যাওয়া যায় না,
          সবজি বাজার চড়া
          ছোঁয়া যায় না রসুন 'চায়না'।

বাজার থেকে নিয়ে এলাম
শুধু এককেজি বেগুন,
          গিন্নীতো তা দেখে
          রেগেমেগে হলো আগুন।

আগুনের সাথে কি কখনো
রোমান্টিকতা চলে?
          তার শরীর ঠান্ড হয়নি
          মাথায় প্রচুর জল ঢেলে।

কিছুদিন ধরে দু'জনই
হাই ব্লাড প্রেশারের রোগী,
          আছে ডায়াবেটিস
          অন্য রোগেও হামেশাই ভোগী।

ইদানীং ওষুধ কিনি না
ওষুধ না খেয়েই থাকি,
          বাচ্ছার স্কুলের বেতন
          তিনমাসের পড়েছে বাকি।

হোম টিচার মাইনে বাড়ানোর
দিয়েছে নোটিশ,
          বউ শাড়ি কিনবে
          মাঝেমধ্যে করে ফিস্ ফিস্।

বর্তমানে গ্যাস-বিদ্যুৎ বিলটা
গেছে বেড়ে বেশি,
          প্রেশারটা বেড়ে গেলে বিপদ
          হলেও নিরামিষাশী।

২৪ঘন্টা ক্লিনিক ওয়ালারা
পেতে আছে বসে ওৎ,
          ওরা সুযোগ পেলে
          "বারোমাস" কলাবেচে দেখে রথ!