শহরের কর্মব্যস্ত মানুষেরা
ঘুরছে আপন কক্ষপথে
কারো দিকে ফিরে তাকানোর সময় নেই।
মানবতাবাদীরা আলোচনাসভার টেবিলে
খাবার খেতে ব্যস্ত।
উচ্ছিষ্ট খাবারগুলো ফেলা হয় ডাস্টবিনে।
সেই খাবার খেতে কাক করে মিছিল
কুকুরও যোগ দেয় খাবারে ভাগ বসাতে।
কাক-কুকুরের সাথে
ক্ষুধার্তশিশুটি যুদ্ধ করে হেরে যায়।
জীবন যুদ্ধে আহত শিশুটি পরাজিত হয়ে
মৃত্যুর কোলো ঢলে পড়ে।
অতঃপর
মানবতাবাদীরা কালোগ্লাস লাগানো গাড়িতে
পাশ কেটে চলে যান অন্ধ সেজে।
শিশুটির মা-বাবার কান্নার রোল
পৌঁছে না তাদের কানে।
কারণ!
গাড়িতে বাজছে,
মানুষ মানুষের জন্য....উচ্চ শব্দে।