কথার আঘাতে মস্তিষ্কে রক্তক্ষরণ!
বৈদ্যশালায় হুড়াহুড়ি
অতঃপর চিকিত্সাধীন ব্যক্তির মৃত্যু
পুঙ্ক্ষানুপুঙ্ক্ষ বিশ্লেষণে
ব্রেইন স্ট্রোক।
হত্যাকাণ্ডের প্রমাণ নেই
এই অপমৃত্যুকে
নিয়তির খেয়ালখুশি মানা ছাড়া
আর কি আছে করা?
হত্যাকারীর অট্টহাসিতে কাঁপছে শশী
তবু বুঝেনি জগতবাসি!