আমি অনিত্য মৃত্তিকাকুঠীতে
কবি হতে চাইনা
বলছি শুনো হে রসিক সেড়
আমার লিখনীতে জরাক্লিষ্ট নিগৃহীত
মানুষের কথা বলতে চাই অনেক বেশী ঢের।
বিশ্বে যতোগুলো আছে রচিত প্রথিত কবিতা
আমার কাছে সবগুলোই সমান
যেন তাতে লিখা শাস্ত্রের শ্রেষ্ঠ সবকথা।
আমি হতে চাই কবিতা পাঠক
ভালো কবিতা পাঠে খুঁজি সুখ
কবিতা পাঠেই মিটাতে চাই যতো ভুখ!
আমি লোভ করিনা বিত্তে
শুধু চাই কবিতা আমার হৃদয়ে, চিত্তে
আমি কবিতা পাগল,থাকি কবিতায় মগ্ন
কবিতাকে নিয়ে মেতে উঠি ছন্দে নৃত্যে।
আমি কবিতার মোহে, প্রেমে বন্দী
কখনো করিনি তার সাথে ছলনা
কখনো আঁটিনি কোন ফন্দি।
কবিতা কখনো কোনদিন দেয়নি
আমার মনে একটুখানি ব্যথা
কবিতা আমার বন্ধু,
নিত্য খেলার সাথী ও মিতা।
কবিতা আমার স্বপ্ন সাধনা
আমার সারাবেলার আরাধনা।
আমি কবিতার সাথে
খোশ-গল্প করি হাসি,
হাত ধরে হাঁটি, করি ভালোবাসাবাসি।