আবার ফিরে এসেছে দ্বারে বসন্ত ফাল্গুন
প্রণয়িনী মনেমনে গাইছে গান গুনগুন।
আজ বসন্তে সজনীর মন করছে ছটফটে
তাই সে ভালোবাসার কথা বলছে অপকটে।
পুষ্প কাননে ভোমরা গাইছে মনের সুখে গান
পাখিরা সব করছে কিচিরমিচির কলতান।
বউলে, ফুলে ভরা গাছ আম-কাঁঠাল-শিমুল
মনের সুখে ডালে বসে সুর তুলছে বুলবুল।
ফাল্গুনে রঙিন সাজে গাইছে তরুণ-তরুণী
মনের আনন্দে গৃহে নৃত্য করছে রমণী।
চতুর্দিক মাঠ-ঘাটে শ্যামল সমারোহ
তা দেখে প্রকৃতি-প্রেমীর কাটছে না মোহ।
প্রণয়ীর গায়ে লাগছে এসে দখিনা হাওয়া
প্রেম-নদীতে জমে উঠেছে নাওয়া-বাওয়া।
ফুলের গন্ধে স্নিগ্ধ অনুরাগীর মন ভোমরা
কি সুন্দর সেজেছে আজ বাসন্তী রঙে বসুন্ধরা।