(১)
দেশটা এখন ডিজিটাল
ভিনদেশের সাথে চলছে দিয়ে তাল।
পতপত করে উড়ছে অগ্রগতির পাল
শক্ত হাতে ধরা আছে দেশের হাল।
দেশ হতে হলে সিঙ্গাপুর মালয়শিয়া
কাজ করে যাও সবাইকে নিয়া।
(২)
আমরা যেন শম্বুক গতিতে স্বপ্নে হেঁটে যাচ্ছি
পথ ফুরাচ্ছে না, বড় কষ্ট হচ্ছে
আমাদের হাতগুলো কেউ ধরে আটকে রাখছে।
আহা কি নিষ্ঠুর মানুষ গুলো,
ওরা ছুটে চলছে দুর্বার গতিতে
কিসের আশায়, কিসের পানে?
তাদের চলার গতি
হিসেব কষতে পারে না মতি।