(১)
গভীর রাত
ঘনকুয়াশায় ঢাকা গতিপথ
দিকদিগন্ত অস্পষ্ট
লঞ্চ চলছে দুর্বারগতিতে!

যাত্রীসাধারণ ঘুমের রাজ্যে রাজা-রাণী!
প্রজায় ধরেছে রাজ্যের হাল
মাস্তুলে নেই পাল!
সারেং দিশাহারা
বাঁচার উপায় নেই খোদা ছাড়া।

লঞ্চের হেড লাইট ফিউজ
নিমিষেই লঞ্চ নিমজ্জিত।
ডুবুরি আসবে আধুনিক প্রযুক্তি নিয়ে
মন্ত্রী আসবেন, তদন্তকমিটি হবে
লাইট জ্বলবে হাজার ভোল্টের
অতঃপর উদ্ধার কাজ সমাপ্ত ।
আমাদের কান্না থামবে না কখনো।

(২)
আমাদের দেশ নদীমাতৃক দেশ
তার রূপের নেই কোন আর শেষ।
আছে পদ্মা মেঘনা যমুনা নদী
বয়ে চলেছে নদীগুলো নিরবধি।
নদীতে কখনো আসে নেমে জোয়ার
ভেঙ্গে নেয় ঘরবসতি ও পাড়।
এটা না হয় প্রকৃতির অবলীলা
মানুষ কেন তাকে নিয়ে করে খেলা?
লঞ্চ ডুবে তাতো মানুষের দোষ
আর কতো প্রাণ দিলে হবে হুঁশ?