বিনে বাতাসে উড়ে পাল
মেকী প্রণয়লীলার ভেলা ভাসে জলস্রোতে,
শূন্যগর্ভে ঠিকঠিকানা।
উপঢৌকন দিবো জ্যোতিষ্ক,
স্বর্ণনির্মিত মহল!
তবু ছাড়বো না প্রিয়তমার হাত।
চলছে লিভটুগেদার, চলুক.....
কলঙ্ক ধোব একপশলা বৃষ্টিতে।
পাপমুক্ত হবোই
কারণ
এটা তো আমার কেনা নিষ্কলুষ ভালবাসা!