একলা ঘরে গভীর রাতে
দাদুর ঘুম গেলো ভেঙ্গে
দেখলেন দাদু ঘরের কোণে
কে দাঁড়িয়ে এক ঠেংগে।
দাদু তারে জিজ্ঞেস করলেন
রাতে কে বাবারে তুই?
পরে ঐ বেটা হয়ে গেলো
কিছু ফুল, গোলাপ জবা জুঁই!
বাতি জ্বেলেই দেখলেন দাদু
তার ঘরে নেই কেউ!
এবার দূর থেকে কানে
আসছে বিড়ালের ডাক মেউ।
দাদু উঁচু সুরে বললেন
ভারি মজা, বেশ অদ্ভুত!
কে তোরা অযথা আমাকে
ভয় দেখাচ্ছিস সেজে ভূত?
আমি কি ভয় পাই এই জগতে
প্রভু ছাড়া অন্য কারো!
হাতে আমার লাঠি নিলাম
বাঁচতে চাইলে সরে পড়ো।
লাঠি দেখেই ভূতের দল
পেয়ে গেলো বুঝি খুব ভয়!
প্রাণ বাঁচাতে দৌড়ে পালালো
আর কি ওরা এখানে রয়!