তমসাচ্ছন্ন রাত
অপরিপক্ক ছানা
ডাস্টবিনে।

সকালবেলা শকুনের
আনাগোনা।
কুকুর পাহারাদার,
লোক সমাগম
বাড়ছে।

জন্মদাত্রীর নীরব
অশ্রুপাত।

কোথায় মানবতা?
কোথায় মহান হৃদয়ের
অধিকারী?

কপোলে লিখা আছে
পরিচয়?
তবে কেন এতো
ভয়?