শুভ নববর্ষ
শুভ নববর্ষ,
২০১৬ হোক
সকলের হর্ষ।
সুখী হোক আগামী
মুহূর্ত গুলো,
দুঃখ কষ্টের
ঠাঁই হোক চুলো।
জগতে আসুক
শান্তির জোয়ার,
খোলে যাক
বন্ধনের দুয়ার।
চাই না কোথাও
কোন সংঘাত,
মানবের এক নাথ
এক জাত।
শুভ নববর্ষ
দু'হাজার ষোল,
নব নব আশা
আনন্দে দোল।