ওরে দাদুর ভাঙ্গা ঘরে
কেন রে এলে শীত
দাদুর সাথে করতে
এলে রে বুঝি পিরিত?
তুই দিস যখন তোর
প্রেমের বান ছেড়ে
ভয়ে দাদু তখন থাকে যে
ছেঁড়া কাঁথা মোড়ে।
দাদুর কি সময় আছে
থাকতে প্রেমে মজে
বয়স হয়েছে পিরিত করা
কি তাঁর সাজে?
দাদুর সাথে কেন
করিস তুই এতো ছল
দাদুর কাছে কি মজা
পেয়েছিস তুই বল?
বলবে না? তবে রে
চলে যা নাকে খত দিয়ে
নইলে তোরে দিবো
সূর্য মামার সাথে বিয়ে।
জানি, তুই সূর্য মামাকে
ভীষণ ভয় পাস
মামাকে দেখলেই তুই
করিস হাঁসফাঁস।
তাই রে তুই দাদুকে
আজকেই ছেড়ে যাবি
নইলে কিন্তু তোর ঘরে
দিব আমি চাবি।