স্বাধীনতা রক্তে ভিজা যুবকের বুক
নিরীহ বাঙ্গালীর মৃতদেহ ও শোক।
সম্ভ্রম লুণ্ঠন হওয়া মায়ের মাথা তল
ভাই ভাই খোয়ানো দুই চোখের জল।
বোনের কুমারীত্ব হারানোর গ্লানি
দেশের জন্য বাবার জীবন কোরবানি।
নয়মাস ভয়ংকর সমর অনিল
রহিম রবিনের বীরত্বে শান্ত নিখিল।
বাঙ্গালী কবির যুদ্ধবিরোধী কবিতা
মুক্তিযুদ্ধের কতো শোক-দুঃখ গাথা।
স্বামী হারানো বধূর জীবন সংগ্রাম
বীরাঙ্গনাদের সাহসিকতার দাম।
শিল্পীর তুলিতে লড়াইয়ের ছবি আঁকা
গায়কের রণসঙ্গীতে উজ্জীবিত থাকা।
ছাত্র ছাত্রীদের আগুনঝরা মিছিল
ছাত্ররা হানাদার বাহিনীর বিষে নীল।
কতো বাড়িঘরে মালামাল লুটপাট
শত বিচ্ছিন্ন ব্রিজ ভাঙ্গা রাস্তাঘাট।
বাঙ্গালী বুদ্ধিজীবীদের জীবন প্রদান
মিত্রবাহিনীদের অসামান্য অবদান।
হাজার হাজার শরণার্থীর করুণ দশা
ভুখা পীড়িত আহতদের বাঁচার দিশা।