গ্রামে থাকেন
এক দয়াবান্ বৈদ্য,
অবসরে পড়েন
হরেক রকম গদ্য।
চেম্বারে বসে
সময় পেলে অল্প,
রোগীদের বলেন
মন ভালোর গল্প।
ছেলেবুড়ো সকলে
ভিড় করে নিত্য,
ঔষধের সাথে
লিখে দেন পথ্য।
খেতে হবে
এই কনকনে শীতে,
খেজুর রসে পিঠে
দিন কাটাতে গীতে।
কারো হলে
অম্লতা, পেটে পীড়ে,
খেতে বলেন
আখের-গুড়, চিড়ে।
আরো খাবে
বিশুদ্ধ জল বেশি,
ভালো থাকবে
হলে নিরামিষাশী।
পাও যত
খাও তত পাকা ফল,
আরোগ্য থাকবে
বাড়বে গায়ের বল।