চারদিকে শুরু হয়েছে
যুদ্ধের ডামাডোল,
লোকজন ছুটছে
পেতে নিরাপদ কুল।
রাতদিন আতঙ্ক অশান্তি
অস্ত্রের নিনাদ,
প্রাণ বাঁচাতে মানুষ
করছে আর্তনাদ।
খোকারা ঘর-দ্বার
সবকিছু ছাড়ি,
নিরাপদ আশ্রয়ে
চলে গেলো নানার বাড়ি।
খোকার সাথে খেলা
করছিলেন মামা, খালা, দিদি,
পাশে বসে দেখছিলেন
নানি আর দাদি।
এমন সময় এসে
খোকা..খোকা..খোকা,
বলে ডাকলেন তার
মুক্তিযোদ্ধা কাকা।
মুক্তিযোদ্ধা কাকার
সুমধুর ডাক শুনে,
খোকা দৌড়ে গেল
তার কাছে উঠোনে।
দেখলো কয়েকজন যুবক
অস্ত্র হাতে,
দাঁড়িয়ে আছেন উচ্চে শির
মুক্তিযোদ্ধা কাকা সাথে।
খোকা উল্লাসিত হয়ে
ছুঁয়ে দেখলো অস্ত্র খানা তাঁর,
দাদি আনন্দে ঝরালেন
চোখে অশ্রু ধার।
মা তাদের আদর করে
ডেকে বসতে দিয়ে,
গরম ভাত খাওয়ালেন
পেটভরে দুধেঘিয়ে।
নানি তাদের সবাইকে
মাথায় বুলিয়ে হাত,
খোদার কাছে
করলেন মোনাজাত।
তুমি মুক্তিযোদ্ধাদের
রক্ষা করো হে রব,
দেশ থেকে পাকবাহিনী
তাড়িয়ে দাও সব।
কাকারা চলে গেলেন
যুদ্ধ করতে জয়,
খোকার মনে রেখে গেলেন
আশার সূর্য করে উদয়।