পুষি বিড়াল
রাগ করেছে,
               আজ কিছুই
               মুখে দেয়না।

কাল তার
জন্মদিনে,
              পোলাও মাংস
              কেক, উপহার,
সে এসব
কিছুই চায় না।

              কিনতে হবে
              ছোট্ট একটি;
স্মার্টফোন তার
ধরেছে যে বায়না।

              ময়নার সাথে
              নতুন সাজে,
সেলফি তুলবে
পরে দামী গয়না।