আমি এই ভূখণ্ডের
এক নিরীহ প্রাণী!
খাদ্য নিরাপত্তা কাকে বলে বুঝিনা!
শুধু বুঝি ক্ষুধা পেলে
পেটে দিতে হয় জ্বালানি।
আমি বুঝিনা কাকে বলে
মানবতা, স্বাধীনতা, প্রথা!
আমি বুঝি শুধু নির্ভয়ে চলতে ঘুমোতে
আর মাতৃভাষায় বলতে কথা।
আমি বুঝিনা কাকে বলে
দর্শন, ধর্ষণ!
আমি বুঝিনা
আধুনিকতা কালচার ওয়েষ্টার্ন,
আমি বুঝি শুধু রক্ষা করতে
আমাদের মান।
আমি বুঝিনা কাকে বলে
কুলীন জাত, বর্ণবাদ,
আমি বুঝি শুধু স্রষ্টার সৃষ্ট সবাই মানুষ
স্রষ্টা দেননি কারো জিবে
আলাদা আলাদা স্বাদ।
আমি বুঝিনা কোন জমি কার
কোন জমি খাস,
আমি বুঝি শুধু খেতে হবে
জমি করে চাষ।