রহিম ছেলেটা ছিল আলসে
কাজে ফুলাতো গাল সে।
দিনদুপুরে ছিলো ঘুমে
মা ডাকলেন কপোল চুমে।
তবু সে ডাকে দেয়নি সাড়া
যেন হয়ে পড়েছে জরা!
এমন সময় হলো গুলি
আতঙ্কে সবার বন্ধ বুলি!
রহিম তখন উঠলো জেগে
শির উচ্চে চললো বেগে।
মুক্তির জন্য ধরলো লাঠি
গুটিয়ে দিতে পাক ঘাঁটি।
হানাদার রুখতে করে পণ
কোমর বেঁধে করলো রণ।
নয় মাসের সমর শেষে
ফিরলো রহিম বীর বেশে।
হাতে লাল সবুজ কেতন
মনে নতুন দিনের চেতন।
আরো কতো স্বপ্ন চোখে
আশায় ঘর বাঁধলো বুকে।