আমার একটি আকাশ দুইটি তারা,
ওদের আলোয় আলোকিত আমার ধরা।
যখন দেখতে পাইনে ওদের আলো,
মুখটি করে বেজায় কালো।
খুঁজে বেড়াই আকাশ সারা,
খুঁজ পেলে আনন্দে হই আত্মহারা।
ওরা আমার স্বর্ণখনি,
ওরা আমার যাদুমণি।
ওদের খুব ভালোবাসি,
ওদের সুখে হাসি অট্টহাসি।
ওরা দুঃখ পেলে কাঁদি,
চোখের জলে বানাই নদী।
ওদের নিয়ে আছি সুখে,
কাটছে সময় চোখের পলকে।